নিজস্ব সংবাদদাতা: রাজা রঘুবংশী হত্যা মামলার বিষয়ে যবে থেকে উত্তরপ্রদেশ রাজ্যের নাম জুড়েছে, যেন আলাদা মাত্রা পেয়েছে এই হত্যা মামলা। ইতিমধ্যেই সোনম সহ অভিযুক্ত চারজনকে শিলং-এ নিয়ে যাওয়ার জন্যে ট্রানজিট রিমান্ড চেয়েছে পুলিশ। আর তাতে মান্যতা দিয়েছে আদালত। এই মামলা প্রসঙ্গে মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টোন টিনসং এদিন বলেন, “মেঘালয় পুলিশ বাহিনী ভারতের অন্যতম সেরা পুলিশ বাহিনী। ডিজিপির নেতৃত্বে পুলিশ অত্যন্ত দক্ষ এবং আমি নিশ্চিত যে এই অভিযুক্তরা শিলং পৌঁছানোর পরে তারা সম্পূর্ণ তদন্ত সম্পন্ন করতে সক্ষম হবে”।
/anm-bengali/media/post_attachments/19ee6c09-089.png)