নিজস্ব সংবাদদাতা: রাজা রঘুবংশী হত্যা মামলায় ভীষণ ভাবে সক্রিয় মেঘালয় সরকার। এদিন মেঘালয়ের মন্ত্রী আলেকজান্ডার লালু হেক বলেন, “রাজা রঘুবংশীর পচা দেহ পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়া, জাতীয় সংবাদমাধ্যম এবং সোনম ও রাজা রঘুবংশীর পরিবার মেঘালয়ের ভাবমূর্তি নষ্ট করেছে। খুনের মামলায় কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমাদের মানহানি করার জন্য তাদের বিরুদ্ধে মানহানির মামলাও হওয়া উচিত। অন্যথায়, তাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তারা কীভাবে মুক্তি পাবে?”
/anm-bengali/media/post_attachments/753bac6a-65f.png)