মেঘালয় হানিমুন হত্যা কাণ্ডে কাঠগড়ায় ‘মেঘালয়ের জনগণ’, যোগ্য জবাব দিলেন

৭ দিনের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
meghalaya raja sonam

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের গাজিপুরের কাছে সোনাম রঘুবংশীর সন্ধান পাওয়ার পর এবার এই মামলায় জুড়ে গেল রাজনীতিও। এই বিষয়ে মেঘালয়ের মন্ত্রী আলেকজান্ডার লালু হেক বলেন, “সত্য বেরিয়ে এসেছে। এত দিন ধরে রাজা রঘুবংশীর পরিবার এবং বন্ধুরা মেঘালয় পুলিশ এবং মেঘালয় সরকারকে দোষারোপ করছে, এবং অত্যন্ত লজ্জাজনক বিষয় হল তারা মেঘালয়ের জনগণকে দোষারোপ করছে। আমাদের পুলিশ দুর্দান্ত কাজ করেছে এবং ৭ দিনের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করেছে। যারা মেঘালয় এবং এর জনগণের ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের মানহানির মামলা দায়ের করা উচিত”।