New Update
/anm-bengali/media/media_files/zMdYmJLTedmlOHz8LAT5.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ওষুধের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমাগত হারে বাড়ছিল। যে ওষুধ আগে ১০০ টাকায় পাওয়া যেত এখন সেই ওষুধের দামই বেড়ে হয়েছে ১৩০-১৩৫ টাকার মধ্যে। ফলে স্বাভাবিক ভাবেই নিত্য নৈমিত্তিক ওষুধ কিনতে গিয়ে পকেটে টান পড়ছে।
তবে এবার লোকসভা ভোটের মরশুমেই মিললো স্বস্তি। নিত্য ব্যবহৃত এমন ৪১টি ওষুধের দাম কমালো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা NPPA। গত এপ্রিল থেকে প্যারাসিটামল সহ অন্তত ৮০০ ওষুধের দাম বাড়ানো হয়। যাতে কপালে চিন্তার ভাঁজ আরও তীব্র হচ্ছিল আমজনতার। তবে এবার মিলবে খানিকটা স্বস্তি।
/anm-bengali/media/media_files/6i65pTEqUAOAxLdUtFaJ.jpeg)
/anm-bengali/media/media_files/n2OUyDIfIrC0lHQbFjKh.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us