সাসপেন্ড ১৫০ জন সাংসদ, এবার গর্জে উঠলেন দলীয় নেত্রী

কার্যত বিরোধী শূন্য লোকসভা ও রাজ্যসভায় একের পর এক বিল পেশ করছে কেন্দ্রীয় সরকার।

author-image
SWETA MITRA
New Update
mayawati.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সাংসদদের সাসপেনশন ইস্যুতে এবার বড় মন্তব্য করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)। তিনি বলেন, "আমাদের দল বিশ্বাস করে যে বর্তমান সংসদ অধিবেশনে প্রায় ১৫০ জন সাংসদকে সাসপেন্ড করা বিরোধী দল বা সরকারের পক্ষে ভাল কাজ বা মাইলফলক নয়। সংসদীয় ইতিহাসের জন্য, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং জনগণের বিশ্বাসের উপর আঘাত। এদিকে সংসদ প্রাঙ্গণে বরখাস্ত হওয়া সাংসদদের দ্বারা উপরাষ্ট্রপতির নকল করার ভিডিওটিও অনুপযুক্ত এবং অশালীন। সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধের এ ধরনের ঘটনার মাধ্যমে গণতন্ত্র ও দেশের সংসদীয় ঐতিহ্যকে লজ্জায় ফেলা থেকে রক্ষা করা অপরিহার্য। বিরোধী-মুক্ত সংসদে অত্যাবশ্যকীয় বিলগুলি পাস করাও ভাল উদাহরণ নয়।“