রাম মন্দিরের উদ্বোধন! এবার তালিকায় মায়াবতীও?

২২ জানুয়ারি অযোধ্যায় যাবেন মায়াবতী?

author-image
SWETA MITRA
New Update
mayawatis.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দিরের (Ram Temple) উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ ও উপস্থিতি নিয়ে বিতর্ক যেন থামছেই না। এদিকে আগামী ২২ জানুয়ারি রাম মন্দির মায়াবতী (Mayawati) যাবেন কিনা সেই নিয়ে বড় তথ্য প্রকাশ্যে উঠে এল। বিএসপি সুপ্রিমো মায়াবতী জানান, ‘অযোধ্যায়রামমন্দিরের 'প্রাণপ্রতিষ্ঠা' অনুষ্ঠানেযোগদেওয়ারআমন্ত্রণপেয়েছি, কিন্তুঅন্যকোনওকাজেব্যস্তথাকায়আমিসেখানে যাবো কিনা সে বিষয়ে কোনওসিদ্ধান্তনিইনি।২২শেজানুয়ারিযেঅনুষ্ঠানেরআয়োজনকরাহচ্ছেতাকেআমরাস্বাগতজানাই, ভবিষ্যতেবাবরিমসজিদসম্পর্কিতযেকোনওঅনুষ্ঠানকেওআমরাস্বাগতজানাই।আমরাসবধর্মেরসমতারআদর্শেবিশ্বাসকরি।‘