নতুন সংসদ ভবন : আমন্ত্রিত মায়াবতী! যাচ্ছেন?

আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এমনকি অনুষ্ঠান বয়কটের ডাকও দিয়েছে বিজেপি বিরোধী ১৯টি দল। তবে, বিষয়টিকে অন্যভাবে দেখছেন বিএসপি নেত্রী মায়াবতী।

author-image
Pallabi Sanyal
25 May 2023 | আপডেট করা হয়েছে 26 May 2023
নতুন সংসদ ভবন :  আমন্ত্রিত মায়াবতী! যাচ্ছেন?

নিজস্ব সংবাদদাতা :  সংসদের নতুন ভবন উদ্বোধন নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে তা নিয়ে এবার মুখ খুললেন বিএসপি নেত্রী মায়াবতী। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এমনকি অনুষ্ঠান বয়কটের ডাকও দিয়েছে বিজেপি বিরোধী ১৯টি দল।  তবে, বিষয়টিকে অন্যভাবে দেখছেন বিএসপি নেত্রী মায়াবতী। পর পর তিনটি ট্যুইট করেছেন তিনি। প্রথম ট্যুইট বার্তায় লিখেছেন, ''কেন্দ্রের  আগের কংগ্রেস সরকার হোক কিংবা বর্তমান মোদী সরকার, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে  বিএসপি সর্বদা তাদের সমর্থন করেছে দেশ ও জনস্বার্থের বিষয়ে। নতুন ভবনের উদ্বোধনকেও সমর্থন করেছে বিএসপি। এই প্রেক্ষাপটে ২৮ মে  সংসদের নতুন ভবনের উদ্বোধনকে স্বাগত জানানো হয়।'' দ্বিতীয় ট্যুইট বার্তায় তিনি লেখেন,  ''রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা নতুন সংসদের উদ্বোধন না করার জন্য বয়কট অন্যায্য।এটাকে আদিবাসী নারীদের সম্মানের সাথে যুক্ত করাও অন্যায়। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না করে তার বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সময় তার এই চিন্তা করা উচিত ছিল।'' এই পর্যন্ত মায়াবতীর বক্তব্য দেখে যারা মনে করবেন মায়াবতী তাহলে যাচ্ছেন উদ্বোধনের আমন্ত্রণ রক্ষা করতে, তাদের সেই ভুল ভাঙবে তৃতীয় ট্যুইটটি দেখার পর। কারণ বিএসপি নেত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানালেও দলের ধারাবাহিক পর্যালোচনা সভা সংক্রান্ত তার ব্যস্ততার দরুণ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।