নিজস্ব সংবাদদাতা : এবার 'আই লাভ মুহাম্মদ' ইস্যুতে এক বড় দাবি করলেন মৌলানা সাজিদ রশিদি। এই বিষয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে এক প্রচ্ছন্ন হুমকিও দিলেন তিনি। তিনি বলেন,''আজ যেভাবে 'আই লাভ মোহাম্মদ'-এর ইস্যুকে কেন্দ্র করে শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হচ্ছে, তা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।''
MUHAMMAD
এরপর তিনি আরও বলেন যে,''আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে কোনও সরকার যদি দীর্ঘস্থায়ী হতে চায়, তবে মনে রাখতে হবে যে মুসলমানদের সমর্থন ছাড়া তা কোনওভাবেই সম্ভব নয়।"
Delhi: Maulana Sajid Rashidi says, "This is the core message and I want to say one thing clearly: if the government wants to last long, it cannot do so without the support of Muslims. Therefore, the government must take note of what is happening with Muslims in the country.… pic.twitter.com/nfhm7MXqjW
ক্ষমতায় টিকে থাকতে হলে মুসলমানদের সমর্থন প্রয়োজন ! আই লাভ মুহাম্মদ ইস্যুতে বড় দাবি করলেন মৌলানা সাজিদ রশিদি
কি বললেন মৌলানা সাজিদ রশিদি ?
RASHIDI
নিজস্ব সংবাদদাতা : এবার 'আই লাভ মুহাম্মদ' ইস্যুতে এক বড় দাবি করলেন মৌলানা সাজিদ রশিদি। এই বিষয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে এক প্রচ্ছন্ন হুমকিও দিলেন তিনি। তিনি বলেন,''আজ যেভাবে 'আই লাভ মোহাম্মদ'-এর ইস্যুকে কেন্দ্র করে শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হচ্ছে, তা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।''
এরপর তিনি আরও বলেন যে,''আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে কোনও সরকার যদি দীর্ঘস্থায়ী হতে চায়, তবে মনে রাখতে হবে যে মুসলমানদের সমর্থন ছাড়া তা কোনওভাবেই সম্ভব নয়।"