বিদ্বেষমূলক বক্তব্য, গ্রেপ্তার মৌলানা মুফতি সালমান আজহারী! পুলিশকে নিয়ে কী বললেন আইনজীবী?

মৌলানা মুফতি সালমান আজহারীর গ্রেপ্তার নিয়ে বড় বক্তব্য করলেন আইনজীবী ওয়াহিদ শেখ।

author-image
Aniruddha Chakraborty
New Update
,নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ বিদ্বেষমূলক বক্তব্য মামলায় গ্রেপ্তার হওয়া মৌলানা মুফতি সালমান আজহারীর আইনজীবী ওয়াহিদ শেখ বলেছেন, "সকালে মৌলানা মুফতি সালমান আজহারীর বাড়িতে ৩৫-৪০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আমরা তাদের আসার উদ্দেশ্য জানতে চেয়েছি, কিন্তু কিছুই জানানো হয়নি। মৌলানা মুফতি সলমন আজহারির সঙ্গে সমন্বয়ের পর পুলিশ জানায়, গুজরাটে ১৫৩বি ধারায় মামলা রুজু করা হয়েছে। মৌলানা মুফতি সালমান আজহারী থানায় এসে সহযোগিতা করলেও এখনো কোনো সাড়া পাইনি। মৌলানা মুফতি সালমান আজহারী সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু পুলিশ কোনো সাড়া দিচ্ছে না।" 

cityaddnew

aad

aad