BREAKING: পাকিস্তানকে সমর্থনের জের ! এবার তুরস্কের সাথে চুক্তি স্থগিত করলো মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
ERDOGAN

নিজস্ব সংবাদদাতা - সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানকে একাধিক ড্রোন, ও অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছিল তুরস্ক। যারফলে ভারতের অধিকাংশ ক্ষেত্র থেকেই তুরস্ককে বয়কট করার আওয়াজ ওঠে। আর এবার এই তালিকায় নাম লেখালো মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি। আজ জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্কের ইউনুস এমরে-র সাথে যাবতীয় চুক্তি স্থগিত করলো মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি। জেএনইউ এর পর শিক্ষাক্ষেত্রে তুরস্ককে বয়কট করার ডাক দিল মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি। 

INDIA PAKISTAN