মিথ্যা বলছে কেন্দ্র সরকার ! এবার ওয়াকফ আইন নিয়ে বড় মন্তব্য করলেন আরশাদ মাদানি

কপিল সিব্বলকে কেন ধন্যবাদ জানালেন আরশাদ মাদানি ?

author-image
Debjit Biswas
New Update
ARSHAD MADANI

নিজস্ব সংবাদদাতা : আজ ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শুনানির দিকেই নজর ছিল গোটা দেশের। আর এবার এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া দিলেন জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি মৌলানা আরশাদ মাদানি। তিনি বলেন, “ওয়াক্‌ফ আমাদের ধর্মীয় বিষয় এবং এর নিজস্ব কিছু নিয়ম-কানুন রয়েছে। কেন্দ্র সরকার নাকি গরিব মুসলমানদের ভালোর জন্য এসব করছে ? এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।”

Kapil

 এরপরেই তিনি প্রবীণ আইনজীবি কপিল সিব্বলকে ধন্যবাদ জানান, মামলার প্রথম দিন থেকেই তাঁদের পক্ষে দাঁড়ানোর জন্য।