টানা বৃষ্টিপাতের জের, বন্ধ হল শ্রী মাতা বৈষ্ণো দেবী যাত্রা, হতাশ ভক্তরা

স্বাভাবিক ভাবেই তাতে মন ভেঙেছে ভক্তদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mata vaishno devi

File Picture

নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিপাতের ফলে ভূমিধসের কারণে শ্রী মাতা বৈষ্ণো দেবী যাত্রা টানা পঞ্চম দিনের জন্য স্থগিত করে দেওয়া হল। স্বাভাবিক ভাবেই তাতে মন ভেঙেছে ভক্তদের।

সরোজ সিং নামে এক ভক্ত এদিন এই প্রসঙ্গে বলেন, “আমি মাতার দর্শন করার আশা করেছিলাম, কিন্তু আমি হতাশ হচ্ছি। আমি আশা করি তিনি আমার প্রার্থনা শুনবেন এবং আমি দর্শন করতে পারব। আমি ২ থেকে ৪ দিন থাকব। দর্শন না করা পর্যন্ত আমি যাব না। আমি খুব আশাবাদী, আমি প্রথমবারের মতো এখানে এসেছি”।