বিরল বন্যপ্রাণী ও ১০০টি মাকড়সা-সহ মুম্বই বিমানবন্দরে যাত্রী আটক !

বড় চোরাচালান ধরা পড়লো মুম্বই বিমানবন্দরে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : বন্যপ্রাণী চোরাচালানের ঘটনায় এক যাত্রীকে আটক করা হল মুম্বই বিমানবন্দরে। সম্প্রতি ব্যাঙ্কক থেকে আসা এক ভারতীয় নাগরিকের লাগেজ থেকে ১০০টিরও বেশি মাকড়সা এবং বেশ কিছু বিরল সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী উদ্ধার করা হয়। বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই যাত্রীর ব্যাগের মধ্যে বিস্কুটের বাক্সের মধ্যে প্রায় ১০০টি ট্যারান্টুলা প্রজাতির মাকড়সা লুকানো ছিল। এছাড়াও, লাগেজ থেকে ইগুয়ানা, মীরক্যাট, কচ্ছপ এবং অন্যান্য প্রজাতির সরীসৃপও পাওয়া গেছে। ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (WCCB) ইতিমধ্যেই এই প্রাণীগুলিকে তাদের মূল দেশ ব্যাঙ্ককে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। এই ধরনের চোরাচালানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কাস্টমস কর্মকর্তারা এই ধরনের অপরাধ রুখতে আরও বেশি সতর্ক হয়েছেন।

police