/anm-bengali/media/media_files/KsqFU1q3eAxNvnrjO1vp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে ঝাড়খণ্ড। আবারও রেলকে ঘিরে শিরোনামে বাংলার এই পড়শি রাজ্য। ঝাড়খন্ডের সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেস (Jammu Tawi) ট্রেনের বেশ কয়েকজন যাত্রীকে বন্দুকের ডগায় রেখে লুট করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সূত্রের খবর, শনিবার গভীর রাতে লাতেহার ও ডাল্টনগঞ্জ স্টেশনের মধ্যে ট্রেন চলার সময় এই ঘটনা ঘটে।
/anm-bengali/media/media_files/Uk0MAF02iRd4xSI94tUx.jpg)
১২ জনেরও বেশি ডাকাত বন্দুক ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে এক্সপ্রেস ট্রেনের এস-৯ কোচে ঢুকে বন্দুকের মুখে অনেক যাত্রীকে লুট করে নিয়ে যায়। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে লক্ষাধিক টাকার সোনা, নগদ টাকা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us