জ্বলে গেল পুলিশের গাড়ি,শুরু হল মুহুর্মুহু পাথর নিক্ষেপ ! জুবিন গর্গের মৃত্যু মামলার অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো জনতা

মুহূর্তে বদলে গেল পরিস্থিতি।

author-image
Debjit Biswas
New Update
zubeene-ezgif.com-effects

নিজস্ব সংবাদদাতা : জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ মৃত্যু মামলায় অভিযুক্ত পাঁচজনকে,আজ বিচার বিভাগীয় হেফাজতে (judicial custody) রাখার জন্য বাকসা জেলা জেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু এইদিন বাকসা জেলার বাইরে প্রথম বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন বিক্ষোভকারীরা। এরপর অভিযুক্তরা জেলের কাছাকাছি আসতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভকারীরা অভিযুক্তদের গাড়ি লক্ষ্য করে হঠাৎ করেই পাথর নিক্ষেপ করতে শুরু করেন এবং কিছু গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।

মূলত জুবিন গর্গের জন্য সুবিচার চেয়ে আজ বিপুল সংখ্যক মানুষ বাকসা জেলা জেলের বাইরে জড়ো হন। এরপরেই ওই ভিড়ের মধ্যে থেকে কিছু লোক জেল অভিমুখে আসা অভিযুক্তদের গাড়ি লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর ছুঁড়তে শুরু করেন। এরপর ক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

POK PROTEST QQQ

উল্লেখ্য,যে পাঁচজন অভিযুক্তকে জেলে আনা হচ্ছিল, তারা হলেন: মূল অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তাঁর খুড়তুতো ভাই এবং সাসপেন্ড হওয়া APS অফিসার সন্দীপন গর্গ, এবং দুই পিএসও (PSO)।