BREAKING: পুঞ্চ সেক্টরে ফের তান্ডব চালালো ভারতীয় সেনাবাহিনী ! নিহত ২ জঙ্গি,উদ্ধার বিপুল পরিমান অস্ত্র

বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ ৩০ জুলাই জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ফের এক বড়মাপের অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন শিবশক্তি'। মূলত,সেনা, বেসামরিক গোয়েন্দা সংস্থা এবং জম্মু-কাশ্মীর পুলিশ মারফত পাওয়া যৌথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। নির্ভরযোগ্য তথ্য পেয়েই ভারতীয় সেনাবাহিনী পুঞ্চ সেক্টরের সম্ভাব্য অনুপ্রবেশপথগুলিতে এই অভিযান চালায়। এরপর আজ ভোরে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এক তীব্র গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে দু’জন জঙ্গি নিহত হয় এবং তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

crpf.jpg

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে :- ২টি অ্যাসল্ট রাইফেল ও গুলি, ১টি পিস্তল ও গুলি, ২টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED), এছাড়া ওষুধ, কমিউনিকেশন ডিভাইস এবং অন্যান্য রসদ। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,''ভারতীয় সেনার দ্রুত, পরিকল্পিত ও সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে কোনও বেসামরিক ক্ষতি ছাড়াই জঙ্গিদের নস্যাৎ করা হয়েছে।'' উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র দেখে বোঝা যায়, জঙ্গিরা দীর্ঘ সংঘর্ষের জন্য প্রস্তুত ছিল। এই সমগ্র এলাকা জুড়ে এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।