“ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম, তবুও বিহারে জয়ী হবে ইন্ডিয়া জোট” — কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা

“রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভোটার অধিকার যাত্রা’ না হলে বিহারেও গণতন্ত্র শেষ হয়ে যেত”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-06 8.43.40 PM

নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের ভোটসূচি ঘোষণার প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা আত্মবিশ্বাস প্রকাশ করলেন যে ইন্ডিয়া জোটই বিহারে সরকার গঠন করবে।

তিনি বলেন, “আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে ইন্ডিয়া জোট বিহারে জয়ী হবে। তবে ভোটার তালিকায় যে বিশাল পরিমাণে নাম যোগ-বিয়োগ হয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে অন্য রাজ্যগুলির অবস্থাও কী হতে পারে।”

হুডা আরও বলেন, “যদি রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভোটার অধিকার যাত্রা’ না হত, তবে বিহারেও গণতন্ত্র প্রায় শেষ হয়ে যেত। এই যাত্রাই মানুষকে তাঁদের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে একত্রিত করেছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেস নেতার এই মন্তব্যে দলীয় আত্মবিশ্বাস যেমন প্রকাশ পেয়েছে, তেমনি নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটার তালিকার নির্ভরযোগ্যতা নিয়েও ইঙ্গিতপূর্ণ প্রশ্ন উঠেছে।