/anm-bengali/media/media_files/Wb6hmAQGJLx9yo5Mr1QH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার (Odisha) সম্বলপুর (Sambalpur) জেলার একটি পাইপের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। প্রচণ্ড আগুন ও ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুর জেলার ধামা থানার গুন্ডারপুর এলাকায়। সেখানে প্লাস্টিকের পাইপের গুদামে আগুন লাগে। জানা গিয়েছে, সোমবার সম্বলপুরের গুন্ডারপুরে একটি পাইপ গুদামে হঠাৎ আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ধীরে ধীরে আগুন বাড়তে দেখা গেছে। ধোঁয়া ও আগুনের উচ্চতা ২০ ফুটেরও বেশি ছিল বলে জানা গিয়েছে। আগুনে পুড়ে গিয়েছে লক্ষাধিক টাকার প্লাস্টিকের পাইপ। সম্বলপুরের অতিরিক্ত জেলা কালেক্টর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন। রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হয়নি। এত বড় আকারের অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।
#WATCH | Odisha: Massive fire breaks out in a pipe warehouse in Sambalpur district. Fire tenders on the spot. pic.twitter.com/avdp3YDpXx
— ANI (@ANI) May 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us