গুজরাটের টেক্সটাইল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ! নিহত ২,আহত ২০

ভয়ঙ্কর বিস্ফোরণ গুজরাটে।

author-image
Debjit Biswas
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : আজ সোমবার গুজরাটের সুরাট জেলার একটি টেক্সটাইল প্রক্রিয়াকরণ ইউনিটে এক ভয়ঙ্কর বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায়, কমপক্ষে ২ জন শ্রমিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।

blast

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আজ সকালে সুরাটের ওই টেক্সটাইল কারখানায় হঠাৎই একটি বিকট বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের তীব্রতায় কারখানার একাংশ ভেঙে পড়ে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বহু শ্রমিক ওই কারখানার ভেতরে কাজ করছিলেন।

বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং পুলিশ। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্য থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।