উত্তর প্রদেশের মইনপুরীর একটি গুদাম ঘরে লেগে গেল ভয়াবহ আগুন ! দেখুন বড় খবর

উত্তর প্রদেশের মইনপুরী এলাকায় ভয়ঙ্কর অগ্নিকান্ড।

author-image
Debjit Biswas
New Update
Fire

নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশের মইনপুরী (Mainpuri)-র একটি গুদাম ঘরে আজ সন্ধ্যায় এক আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের গাড়িগুলি (Fire department vehicles) ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই বিষয়ে বিস্তারিত খবর জানতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ জারি রাখা হয়েছে। এই বিষয়ে পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।

Fire