/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর দিন্দিগুলে অবস্থিত শ্রী সত্য সুভা মাল্টিস্পেশালিটি হাসপাতালে আজ এক বিধ্বংসী আগুন লাগার খবর সামনে এসেছে । দিন্দিগুলের পালানি রোড (Palani Road) সংলগ্ন এই বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ এবং দমকল বিভাগের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই আগুন প্রথম লাগে হাসপাতালের তৃতীয় তলায়। মনে করা হচ্ছে, ওপরের তলায় লাগানো হাসপাতালের বৈদ্যুতিক নামফলকের শর্ট সার্কিট (electrical short circuit) থেকেই এই আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাসপাতালের কর্মীরা দ্রুত তৎপর হন এবং জরুরি ভিত্তিতে রোগী ও অন্যান্য কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
![]()
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দিন্দিগুলের দমকল ও উদ্ধারকারী বিভাগের কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ১৫ জনেরও বেশি দমকলকর্মী দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হাসপাতাল ভবনের বড় কোনও ক্ষতি হয়নি এবং রোগী বা কর্মীদের মধ্যে কারও আহত হওয়ার খবর নেই। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড়সড় বিপদ এড়ানো গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us