/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ (সোমবার, অক্টোবর ২০, ২০২৫) হরিয়ানার অম্বালার একটি টায়ার ও রিসাইক্লিং সামগ্রী মজুত রাখার গুদামে (গোডাউন) এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, গোডাউনটিতে বিপুল পরিমাণে টায়ার ও অন্যান্য দাহ্য রিসাইক্লিং উপকরণ মজুত থাকায় এই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও আঘাত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাটির খবর পাওয়ার সাথে সাথেই দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন। কিন্তু বিপুল পরিমান দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে। এইমুহূর্তে অগ্নিনির্বাপক অভিযান বর্তমানে চলছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট শীঘ্রই আসবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us