/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল গভীর রাতে দিল্লির গীতা কলোনি এলাকার রানি গার্ডেন বস্তিতে এক ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ১৮টি ইঞ্জিন। এই বিষয়ে দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাত ১টা ০৫ মিনিট নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে।
এই বিষয়ে দমকল আধিকারিক যশবন্ত সিনহা জানান,''রানি গার্ডেন এলাকার বস্তিগুলিতে প্রায় ১৫ থেকে ২০টি ঝুপড়ি রয়েছে। এই আগুন একটি ভাঙারি বা স্ক্র্যাপ গুদাম (scrap warehouse) থেকে ছড়াতে শুরু করে এবং পরে তা বস্তির অন্যান্য ঝুপড়িতে ছড়িয়ে পড়ে।''
![]()
বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাজ করছেন। এই আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us