New Update
/anm-bengali/media/media_files/1hU8eHp6B31ZWPuWIUHN.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদের পুরাতন শহরের মীরচক থানা এলাকার একটি ভবনে স্লিপার ভর্তি পাঁচটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
#WATCH | Telangana | Fire broke out in five footwear godowns in Mirchowk Police Station of Old City, Hyderabad. Fire tenders at the spot. Details awaited. pic.twitter.com/mH1PzwW6kt
— ANI (@ANI) November 12, 2023
ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে এবং দ্বিতীয় তলায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে এবং তৃতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে অভিযান চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আগুন লাগার খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
স্থানীয়রা জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে ঘটনার সময় কারখানায় কেউ না থাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us