বিজাপুরে উদ্ধার বিপুল পরিমান বিস্ফোরক ! মাওবাদীদের হামলার ছক বানচাল করলো নিরাপত্তা বাহিনী

বিজাপুরে বড় সাফল্য পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ের বিজাপুর জেলার, উসির থানার অন্তর্গত, এফওবি (FOB) গুঞ্জেপার্টি এলাকার জঙ্গলে, নিরাপত্তা বাহিনী এবং পুলিশ একটি যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। মাওবাদীরা জঙ্গলে এসব সামগ্রী লুকিয়ে রেখেছিল।

crpf parade

পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এই তল্লাশি চলাকালীন একটি বড় বিস্ফোরক তৈরির আস্তানা খুঁজে পাওয়া যায়। এরপর সেখান থেকে উদ্ধার করা নানান বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রীগুলি সম্পূর্ণ সুরক্ষা বিধি মেনে, ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একটি বড় ধরনের মাওবাদী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এই অভিযান,এমনই দাবি পুলিশের।