New Update
/anm-bengali/media/media_files/SIoHWVG84gY7INDSSr2E.webp)
নিজস্ব সংবাদদাতা : আজ দিনের শুরুতেই ফের একবার লাল সংকেত দেখা গেল ভারতীয় শেয়ারবাজারে। আজ দিনের শুরুতেই বড় পতনের মুখ দেখলো নিফটি ও সেনসেক্স। আজ বাজার খোলার পর পরই সেনসেক্স (Sensex) ২৬২.০৫ পয়েন্ট কমে ৮১,৭৩৮.৬৬-তে নেমে আসে। একই সময়ে, নিফটি (Nifty) ৮১.৫৫ পয়েন্ট কমে ২৫,০০২.২০-তে পৌঁছেছে। আজকের এই পতনের প্রধান কারণ হিসেবে এশিয়ার অন্যান্য বাজারের দুর্বল প্রবণতা এবং বিনিয়োগকারীদের মধ্যে লাভ তুলে নেওয়ার প্রবণতাকে চিহ্নিত করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/mVe8aWcPdiOMH66GnMbK.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us