/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে, ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)-এর আধিকারিকরা, এক ভারতীয় যাত্রীর কাছ থেকে প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করেছেন, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ₹৪০ কোটি টাকা। এই প্যাসেঞ্জারটি দোহা থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন। তার লাগেজ তল্লাশি করার সময় ডিআরআই (DRI) কর্মকর্তারা লক্ষ্য করেন, তার সঙ্গে থাকা দুটি সুপারহিরো কমিকস/ম্যাগাজিন অস্বাভাবিক রকমের ভারী। সন্দেহ হওয়ায় ম্যাগাজিনগুলির কভার অংশ পরীক্ষা করলে দেখা যায়, সেখানে সাদা গুঁড়ো জাতীয় কিছু পদার্থ লুকিয়ে রাখা হয়েছে। এরপর পরীক্ষায় প্রমাণিত হয়, সেই পদার্থটি কোকেন। বাজেয়াপ্ত করা কোকেনের পরিমাণ ৪,০০৬ গ্রাম। এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে,মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ আইন (NDPS Act)-এর অধীনে তাৎক্ষণিকভাবে তা বাজেয়াপ্ত করে ডিআরআই (DRI)।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/16/UJtXJ7hGo6td3LRwX71q.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us