ইন্দোরে ডাকাতির শিকার হলেন পুলিশ কর্মকর্তা ! গ্রেপ্তার মূল অপরাধী

বড় দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ইন্দোরের পুলিশ কর্মকর্তা প্রমোদ ত্যাগীকে হাইওয়েতে ডাকাতির ঘটনায় জড়িত, মূল পরিকল্পনাকারী ধর্মেন্দ্র গুর্জর-কে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে পুলিশ ওই কর্মকর্তাটির মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ ৩০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন সহযোগী এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য জোরদার অভিযান চালানো হচ্ছে। এই বিষয়ে গ্রেপ্তারকৃত ধর্মেন্দ্র গুর্জরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে পুরো চক্রটিকে ধরা যায়।

Police

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে,''ডাকাতির ঘটনাটি একটি সুপরিকল্পিত অপরাধ ছিল। গুর্জরই পুরো ডাকাতির পরিকল্পনা করেছিলেন। এই গ্রেপ্তারের ফলে অন্যান্য অপরাধীদেরও দ্রুত ধরা যাবে বলে পুলিশ আশাবাদী।''