New Update
/anm-bengali/media/media_files/2025/09/19/zubeene-ezgifom-effects-2025-09-19-18-08-27.jpg)
নিজস্ব সংবাদদাতা : আসামের জনপ্রিয় সংগীতশিল্পী ও আইকন জুবিন গর্গের মৃত্যু মামলার তদন্তে এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। আজ এই তদন্তের বিষয়ে বেশকিছু নতুন তথ্য সামনে আনলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,''এই মামলায় সিআইডি (CID)-র পক্ষ থেকে ইতিমধ্যেই ৮ জন সিঙ্গাপুরি নাগরিককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/zaa66GfHAcYaus0TVIba.jpg)
এরপর তিনি আরও বলেন যে,'' এই মামলার তদন্তের সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তি শ্যাম কানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা-এর বিরুদ্ধে ইন্টারপোল-এর মাধ্যমে লুক আউট নোটিশ (Look Out Notice) জারি করা হয়েছে। এর ফলে এখন তারা কোনও বিমানবন্দর, সমুদ্রবন্দর বা স্থল সীমান্ত পেরিয়েও ভারত ছাড়তে পারবে না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us