৮ জন সিঙ্গাপুরি নাগরিকের বিরুদ্ধে নোটিশ, ২ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ ! জুবিন গর্গের মৃত্যু তদন্তে কড়া পদক্ষেপ নিল আসাম সরকার

জুবিন গর্গের মৃত্যু তদন্তে দুর্দান্ত অগ্রগতি।

author-image
Debjit Biswas
New Update
zubeene-ezgif.com-effects

নিজস্ব সংবাদদাতা : আসামের জনপ্রিয় সংগীতশিল্পী ও আইকন জুবিন গর্গের মৃত্যু মামলার তদন্তে এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। আজ এই তদন্তের বিষয়ে বেশকিছু নতুন তথ্য সামনে আনলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,''এই মামলায় সিআইডি (CID)-র পক্ষ থেকে ইতিমধ্যেই ৮ জন সিঙ্গাপুরি নাগরিককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।"

duiuoijj

এরপর তিনি আরও বলেন যে,'' এই মামলার তদন্তের সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তি শ্যাম কানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা-এর বিরুদ্ধে ইন্টারপোল-এর মাধ্যমে লুক আউট নোটিশ (Look Out Notice) জারি করা হয়েছে। এর ফলে এখন তারা কোনও বিমানবন্দর, সমুদ্রবন্দর বা স্থল সীমান্ত পেরিয়েও ভারত ছাড়তে পারবে না।"