সুদের হার কমালো মার্কিন ফেডারেল রিজার্ভ ! আজ ফের চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার

দুর্দান্ত গতিতে দিন শুরু করলো ভারতীয় শেয়ার বাজার।

author-image
Debjit Biswas
New Update
stock market

নিজস্ব সংবাদদাতা : প্রায় ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ,যারফলে আজ সকাল থেকেই এক দুর্দান্ত শুরু করেছে ভারতীয় শেয়ার বাজার। আজ সকাল ৯:১৫ নাগাদ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) প্রধান সূচক নিফটি ১১০ পয়েন্ট বেড়ে ২৩,৭৮৯.৩০-তে পৌঁছেছে। অন্যদিকে, বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) প্রধান সূচক সেনসেক্স প্রায় ৪০০ পয়েন্ট বেড়ে ৭৯,৮৭০-তে অবস্থান করছে। বাজারের এই উর্দ্ধমুখী প্রবণতার ফলে যথেষ্ট উচ্ছসিত হয়েছেন বিনিয়োগকারীরা। 

sharemarket

উল্লেখ্য, মার্কিন ফেডারেল রিজার্ভের এই পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুদের হার কমার ফলে বিনিয়োগের খরচ কমবে এবং বাজারে তারল্য বাড়বে, যা শেয়ার বাজারের জন্য একটি ইতিবাচক সংকেত।