কেরালায় মর্মান্তিক দুর্ঘটনা ! বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

সকাল সকাল বড় দুর্ঘটনা।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : কেরালা রাজ্যে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে আঞ্চাল (Anchal) এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ভগবান আইয়াপ্পার ভক্তদের বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রীই ঘটনাস্থলে মারা যান। নিহতরা সকলে কাড়াভালুর (Karavaloor)-এর বাসিন্দা ছিলেন।

পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে: ১. অক্ষয় (২৩), ২. জ্যোতি লক্ষ্মী (২১), ৩. শ্রুতি লক্ষ্মী (১৬)। 

Accident

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে যখন আইয়াপ্পা ভক্তদের নিয়ে যাওয়া বাসটি সম্ভবত শবরীমালা থেকে ফিরছিল বা শবরীমালা যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আইয়াপ্পা ভক্তদের বহনকারী বাসটির যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।