/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ শনিবার মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে-র লোনাভলা-খণ্ডালা ঘাটের কাছে একটি সুড়ঙ্গের মুখে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। প্রাথমিক সূত্র অনুযায়ী, একটি কন্টেনার ট্রাকের ব্রেক ফেল করায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা মারে, যার ফলে ১৮ থেকে ২০টি গাড়ি একের পর এক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই চেইন কোলিশন দুর্ঘটনায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং ১৬ জন আহত হয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার সেই ভয়াবহ দৃশ্য, যেখানে একাধিক গাড়ি দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/17/C0MGD7eMvkLmzMSIoMQd.jpg)
এই দুর্ঘটনা আবারও ঘাট রাস্তাগুলিতে ট্রাফিক সুরক্ষা ও বড় গাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনার পর বিশেষ করে ভারী যানবাহনের নিয়মিত পরীক্ষার ওপর জোর দেওয়ার দাবি উঠেছে। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির গতি নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত নজরদারি চালানো না হলে ভবিষ্যতেও এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us