New Update
/anm-bengali/media/post_banners/K5aA3PinBuOdo21etnQk.jpg)
প্রতীক ছবি
নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে আবার বাড়ছে করোনার প্রভাব (COVID 19)। প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি হরিয়ানায় মাস্ক পরা (Mask) বাধ্যতামূলক করেছে সেখানকার রাজ্য সরকার (State Govt)। কেরল এবং পুদুচেরিতেও জনবহুল এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সেই আবহে করোনার বিরুদ্ধে আবার লড়াইয়ে আজ এবং আগামীকাল সারা দেশের হাসপাতালগুলিতে মক ড্রিল (Mock Drill) আয়োজন করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us