/anm-bengali/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-14-pm-2025-07-29-22-22-47.png)
নিজস্ব সংবাদদাতা: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেও, পহেলগাম সন্ত্রাসী হামলার ২৬ শহিদের কথা না বলায় আক্ষেপ প্রকাশ করলেন শহিদ শুভম দ্বিবেদীর স্ত্রী, ঐশ্যন্যা দ্বিবেদী। তিনি বলেন, “প্রধানমন্ত্রী আজ সব কিছুই বিস্তারিতভাবে বললেন। পহেলগাম হামলার পর বিরোধীরা প্রশ্ন তুলেছিল কেন সরকার কিছু করছে না। তখন অপারেশন সিঁদুর হয়। আবার যখন অভিযান থেমে গেল, তখনও প্রশ্ন ওঠে। প্রধানমন্ত্রী আজ পরিষ্কারভাবে বললেন সরকার সব করছে, কিন্তু বারবার প্রমাণ দিতে হবে এমন নয়।”
/anm-bengali/media/post_attachments/c7f8d761-566.png)
তবে আক্ষেপের সুরে ঐশ্যন্যা বলেন, “যা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তা হলো—প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সেই ২৬ জন শহিদের নামও নিলেন না। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী তাঁদের কথা বলেছিলেন, আমি তাঁদের কৃতজ্ঞ। আমি আশা করেছিলাম প্রধানমন্ত্রীও তাঁদের স্মরণ করবেন।” তিনি আরও বলেন, “যুদ্ধবিরতি থামানোর সিদ্ধান্ত নিশ্চয়ই সেনা ও সরকারের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। কোনও তৃতীয় দেশ এতে প্রভাব ফেলতে পারে না। আমাদের দেশ যথেষ্ট সক্ষম, আমাদের নিজের সিদ্ধান্ত আমরা নিজেই নিতে পারি।” ঐশ্যন্যার এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে এবং পহেলগাম হামলার শহিদদের সম্মান প্রদর্শনের প্রশ্ন আবার সামনে এনে দিয়েছে।
#WATCH | Kanpur, UP: On PM Narendra Modi’s speech in Lok Sabha, Aishanya Dwivedi, wife of Pahalgam terror attack victim Shubham Dwivedi, says, "Prime Minister said everything in detail today... Right after the Pahalgam attack, the opposition questioned why the government was not… pic.twitter.com/BsTnpY7twp
— ANI (@ANI) July 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us