/anm-bengali/media/media_files/IF5CQWFQyB1Lk1mM9dHs.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করার শখ জেগে ছিল। কিন্তু অপর দিক থেকে সেই মেয়ের আপত্তি থাকায় বেঘোরে প্রাণ গেল তার। এমনই চমকে দেওয়া ভয়ানক ঘটনা ঘটেছে কর্ণাটকের মাদিকেরিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কিশোরীকে কার্যত ধড় থেকে আলাদা করে দেওয়া হয়েছে। কিশোরীর বয়স ছিল মাত্র ১৬ বছর এবং অভিযুক্তের বয়স ৩২ বছর।
/anm-bengali/media/post_attachments/b2f3dc8f87d309064becfc6cca5709939d280d0ded78d64f81158e8e78cfc604.jpg)
পরিবার সূত্রে জানা গিয়েছে যে, পাত্রের জোরাজুরির জন্যেই পরিবারের সদস্যরা তাদের বাগদানের ব্যবস্থা করেছিল। তবে নাবালিকার বিবাহ দেওয়ার চেষ্টায় এলাকাবাসীদের অভিযোগে ঘটনা পৌছায় স্থানীয় পুলিশ থানায়। স্থানীয় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। কিন্তু হঠাৎই সেই যুবকের ' বুদ্ধিভ্রষ্টের ' ফলে প্রাণ দিতে হয় নাবালিকা কিশোরীকে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us