নিজস্ব সংবাদদাতা : আজ স্বাধীনতা দিবসের দিনেই এবার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নিয়ে এক বড় বার্তা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন,''ভারত-আমেরিকা এই দুই দেশের মধ্যেকার সহযোগিতা শুধুমাত্র অর্থনৈতিক বা সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং নানান বৈশ্বিক চ্যালেঞ্জ, যেমন জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও বিস্তৃত। তাই ভারত এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে আধুনিক বিশ্বের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।'' ভারত ও আমেরিকার মধ্যে চলমান দ্বন্দ্বের মাঝেই মার্কো রুবিওর এই বার্তা ভারত-আমেরিকা সম্পর্ককে এক নতুন দিশা দেখাতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/06/zfhYCUIRSLE594TWAWWb.jpg)
একসঙ্গে কাজ করবে ভারত-আমেরিকা ! স্বাধীনতা দিবসের দিনেই ভারতকে বড় বার্তা দিলেন মার্কো রুবিও
কি বললেন মার্কো রুবিও ?
নিজস্ব সংবাদদাতা : আজ স্বাধীনতা দিবসের দিনেই এবার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নিয়ে এক বড় বার্তা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন,''ভারত-আমেরিকা এই দুই দেশের মধ্যেকার সহযোগিতা শুধুমাত্র অর্থনৈতিক বা সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং নানান বৈশ্বিক চ্যালেঞ্জ, যেমন জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও বিস্তৃত। তাই ভারত এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে আধুনিক বিশ্বের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।'' ভারত ও আমেরিকার মধ্যে চলমান দ্বন্দ্বের মাঝেই মার্কো রুবিওর এই বার্তা ভারত-আমেরিকা সম্পর্ককে এক নতুন দিশা দেখাতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল।