BREAKING: যৌথবাহিনীর এনকাউন্টারে মৃত ২ মাওবাদী ! শহীদ হলেন ১ জওয়ান

ঝাড়খণ্ডে ঘটলো বড় ঘটনা।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ঝাড়খণ্ডের বোকারোতে,যৌথবাহিনীর এনকাউন্টারে প্রাণ হারালেন ২ মাওবাদী। যদিও এই সংঘর্ষের ফলে ১ সেনা জওয়ান শহীদ হয়েছেন, কিন্তু এই অতর্কিত অভিযানের ফলে এক বড়মাপের নাশকতার চোখ রুখে দিতে পেরেছে যৌথবাহিনী। আজ এই বিষয়ে বোকারোর এসপি হরবিন্দর সিং জানিয়েছেন,''গোমিয়া থানার অন্তর্গত জঙ্গলে, সিপিআই (মাওবাদী) দলের একাধিক শীর্ষ নেতার উপস্থিতির খবর পেয়ে, আজ সকালে যৌথবাহিনী একটি বিশেষ অভিযান চালায়। গোপন সূত্রে জানা যায়, এই দলের মধ্যে ছিল সাহদেব সোরেন ওরফে অনুজ, সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য, ও চঞ্চল ওরফে রঘুনাথ ওরফে কানহা। এরা একটি বড় নাশকতার পরিকল্পনা করছিলেন।'' এরপর তিনি আরও বলেন,''এই অভিযানের সময় যৌথবাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি ছোড়ে, এবং আত্মরক্ষার জন্য পুলিশ পালটা গুলি চালায়। এই এনকাউন্টারের পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে একজন হলেন কুয়ার মাঝি ওরফে সহদেব মাঝি, যিনি ছিলেন ওই দলের সাব-জোনাল কমান্ডার। তাঁর নামে ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। অপরজন সাধারণ পোশাকে ছিলেন, তাঁর পরিচয় যাচাই করা হচ্ছে। দুঃখজনকভাবে,এই এনকাউন্টারে সিআরপিএফ (CRPF) ২০৯ ব্যাটালিয়নের জওয়ান প্রণেশ্বর শহিদ হন। এই  অভিযানে একটি AK-47 রাইফেল ও কিছু ম্যাগাজিন-সহ মাওবাদীদের তাঁবু ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।''

Maoist fdf