ফের উত্তপ্ত ঝাড়খন্ড ! নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১ মাওবাদী

ঝাড়খণ্ডে গুলির লড়াইয়ে নিহত ১ মাওবাদী।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ঝাড়খণ্ডের পালামৌ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন নিহত হল ১ মাওবাদী। পুলিশ জানিয়েছে, আজ রবিবার সকালে মানাতু ও তারহাসি থানার সীমান্তের কাছে একটি জঙ্গল সংলগ্ন এলাকায় এই সংঘর্ষটি হয়।

এই বিষয়ে ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) মাইকেল রাজ এস জানিয়েছেন,''এই অভিযান শেষে ওই এলাকা থেকে এক মাওবাদীর মৃতদেহ এবং একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির আসল পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি, তবে পুলিশ অনুমান করছে যে এটি মাওবাদী গোষ্ঠী Tritiya Sammelan Prastuti Committee (TSPC)-এর স্ব-ঘোষিত কমান্ডার মুখদেব যাদবের দেহ। তার মাথার উপর ৫ লক্ষ টাকার  পুরস্কার ধার্য ছিল।''

gun

পুলিশ আরও জানিয়েছে, মুখদেব যাদব পালামৌতে দুই নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনাতেও জড়িত ছিল। এই ঘটনার পর পুলিশ এই অঞ্চলে তল্লাশি অভিযান আরও জোরদার করেছে।