/anm-bengali/media/media_files/nLFcLIEN8JO0v50kDEjE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন মাসের শুরুতেই চরম ভোগান্তির শিকার হতে হল রেলযাত্রীদের। ঘন কুয়াশার জেরে বহু ট্রেন দেরীতে (Train Late) চলছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু ট্রেনকে বাতিল (Train Cancelled) অবধি করে দেওয়া হয়েছে। ঘনকুয়াশাএবংশৈত্যপ্রবাহেরকারণেবেশকয়েকটিট্রেনদেরিতেচলছেএবংবাতিলকরাহয়েছেবলে জানিয়েছেনরেলওয়েরসিপিআরওহিমাংশুশেখরউপাধ্যায়। তিনিবলেছেন, "ট্রেনেরগতিঘণ্টায়১৩০কিলোমিটারকিন্তুকুয়াশারকারণেদৃশ্যমানতাকমেগেলেগতিকমাতেহয়।এটাড্রাইভারেরউপরনির্ভরকরেযেসেকতদ্রুতট্রেনচালাতেচায়।আমরাচেষ্টাকরিযাতেকমপক্ষে৬০থেকে৮০কিলোমিটারগতিবজায়রাখাযায়তবেএটিড্রাইভারেরউপরনির্ভরকরে।আমাদেরঅগ্রাধিকারহচ্ছে, একটুদেরিহলেওমানুষযেননিরাপদেতাদেরগন্তব্যেপৌঁছায়।ট্রেননির্ধারিতসময়েরচেয়েবেশিসময়নিলেতারাখাবারএবংস্ন্যাকসসরবরাহেঅসুবিধারসম্মুখীনহতেপারে।তাইসমস্তরেলস্টেশনকেদিনরাতখাবারওস্ন্যাকসেরদোকানখোলারাখারনির্দেশদেওয়াহয়েছে।“
#WATCH | Prayagraj, Uttar Pradesh: On several trains running late and cancelled because of dense fog and cold waves, Railway CPRO Himanshu Shekhar Upadhyay says, "The speed of a train is 130kmph but when the visibility reduces due to fog, the speed has to be reduced. It depends… pic.twitter.com/bcZcXDKq35
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us