নতুন মাসে আচমকা বাতিল বহু ট্রেন, মাথায় হাত যাত্রীদের

ডিসেম্বরের প্রথম দিনেই বড় রকমের ধাক্কা খেলেন রেলযাত্রীরা।

author-image
SWETA MITRA
New Update
fog train.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নতুন মাসের শুরুতেই চরম ভোগান্তির শিকার হতে হল রেলযাত্রীদের। ঘন কুয়াশার জেরে বহু ট্রেন দেরীতে (Train Late) চলছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু ট্রেনকে বাতিল (Train Cancelled) অবধি করে দেওয়া হয়েছে। ঘনকুয়াশাএবংশৈত্যপ্রবাহেরকারণেবেশকয়েকটিট্রেনদেরিতেচলছেএবংবাতিলকরাহয়েছেবলে জানিয়েছেনরেলওয়েরসিপিআরওহিমাংশুশেখরউপাধ্যায়। তিনিবলেছেন, "ট্রেনেরগতিঘণ্টায়১৩০কিলোমিটারকিন্তুকুয়াশারকারণেদৃশ্যমানতাকমেগেলেগতিকমাতেহয়।এটাড্রাইভারেরউপরনির্ভরকরেযেসেকতদ্রুতট্রেনচালাতেচায়।আমরাচেষ্টাকরিযাতেকমপক্ষে৬০থেকে৮০কিলোমিটারগতিবজায়রাখাযায়তবেএটিড্রাইভারেরউপরনির্ভরকরে।আমাদেরঅগ্রাধিকারহচ্ছে, একটুদেরিহলেওমানুষযেননিরাপদেতাদেরগন্তব্যেপৌঁছায়।ট্রেননির্ধারিতসময়েরচেয়েবেশিসময়নিলেতারাখাবারএবংস্ন্যাকসসরবরাহেঅসুবিধারসম্মুখীনহতেপারে।তাইসমস্তরেলস্টেশনকেদিনরাতখাবারস্ন্যাকসেরদোকানখোলারাখারনির্দেশদেওয়াহয়েছে।“