ছটপুজো উপলক্ষ্যে গঙ্গার ঘাটে বহু মানুষের সমাগম

ছট হল একটি প্রাচীন হিন্দু উৎসব যা ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশের আদি নিবাস, বিশেষ করে ভারতীয় রাজ্য বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড এবং নেপালের স্বায়ত্তশাসিত প্রদেশ কোশি, মধ্যেশ এবং লুম্বিনিতে পালিত হয়।

author-image
Adrita
19 Nov 2023 আপডেট করা হয়েছে 20 Nov 2023
স

নিজস্ব সংবাদদাতাঃ ছট পূজা উপলক্ষে, প্রচুর সংখ্যক ভক্ত পাটনার দিয়া গঙ্গা ঘাটে জড়ো হয়েছেন ভগবান সূর্যকে 'আরগ' দিতে। পূজার্চনার পর সারাদিনের উপবাস শেষ হয়। মহিলারা সারাদিন উপবাস রাখেন। সূর্য দেবের পূজার পর খাবার পরিবেশন করা হয়।

hiren

hiring.jpg