ফের বহু ট্রেন বাতিল, চরম হয়রানির শিকার যাত্রীরা

বালাসোরে রেল দুর্ঘটনাকে (Balasore Train Accident) ঘিরে গোটা দেশ উত্তপ্ত। হু হু করে বাড়ছে মৃত, আহতের সংখ্যা। চারিদিকে শোনা যাচ্ছে হাহাকার, স্বজনহারাদের কান্না। এখনও অবধি রেল লাইনে পড়ে রয়েছে কারোর হাত তো কারোর পা।

author-image
SWETA MITRA
New Update
cancel.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরে রেল দুর্ঘটনাকে (Balasore Train Accident) ঘিরে গোটা দেশ উত্তপ্ত। হু হু করে বাড়ছে মৃত, আহতের সংখ্যা। চারিদিকে শোনা যাচ্ছে হাহাকার, স্বজনহারাদের কান্না। এখনও অবধি রেল লাইনে পড়ে রয়েছে কারোর হাত তো কারোর পা। পড়ে রয়েছে ব্যাগ। চারিদিকে শুধুই হাহাকার। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)।

train12.jpg

জানা গিয়েছে, আজ রবিবার বাতিল (Train Cancelled) করে দেওয়া হয়েছে বহু ট্রেন। আজ বাতিল হয়েছে, হায়দ্রাবাদ-শালিমারগামী ইস্ট কোস্ট এক্সপ্রেস, ১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, ২০৮৩২ মহিমা গোঁসাই এক্সপ্রেস।