/anm-bengali/media/media_files/bwjFstsiFoi48F6BjqOg.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীর টানেল উদ্ধার অভিযান এখন অনেকটা ধীর গতিতে এগোচ্ছে। কেননা এবারে পুরোটা হবে ম্যানুয়ালি। আর তার মধ্যে অগার মেশিন ভেঙে আরেক বিপত্তি হয়েছে। এখন সেই মেশিনের অংশ পাইপ লাইনের মধ্যে থেকে দ্রুত সরানোর কাজ চলছে।
এদিন মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপার বলেন, “প্লাজমা মেশিনে আমরা এখনও অগার মেশিন কাটছি। এটি কাটার জন্য প্রায় ১৬ মিটার এখনও বাকি আছে। প্লাজমা মেশিন উপকারী কারণ এটি দ্রুত ইস্পাত কাটবে। এই মেশিন ইস্পাত অনেক দ্রুত কাটতে পারে। আর তা হলেই ম্যানুয়ালি কাজ শুরু হবে”।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Micro tunnelling expert Chris Cooper says, "Plasma machine - we are still cutting the auger. It is about 16 metres more of auger to cut...It (plasma machine) is beneficial as it will cut the steel faster...The plasma machine cuts… pic.twitter.com/8d9twKiJAN
— ANI (@ANI) November 26, 2023