লণ্ডভণ্ড সিকিম, তিস্তার জলে ভেসে এল ৪২টি দেহ

ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সিকিম।

author-image
SWETA MITRA
New Update
sikkimsss.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একদম লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সিকিম (Sikkim) রাজ্য। মেঘভাঙা বৃষ্টির কারণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিম। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত সিংটাম। এরই মাঝে এক রোমহর্ষক তথ্য প্রকাশ্যে এল। ভেসে এল আরও বহু মানুষের মৃতদেহ। তিস্তার (Teesta River) জলে ভেসে এল ৪২টি দেহ, তাঁদের মধ্যে ৭ জন সেনা জওয়ানের দেহ রয়েছে।  লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সিকিম, হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা। সিকিমেই মৃত্যু হয়েছে ৩১ জনের মৃত্যু।