গ্যাস লিক হয়ে হাসপাতালে ভর্তি বহু, আতঙ্ক শহর জুড়ে

তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। হাসপাতালে যারা ভর্তি আছেন তাদেরও অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতাঃ  উত্তর প্রদেশের মথুরায় চিফ মেডিকেল অফিসারের (সিএমও) অফিস ক্যাম্পাসে সঞ্চিত একটি সিলিন্ডার থেকে ক্লোরিন গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িছেয়ে। এর ফলে কমপক্ষে ১০ জন নার্সিং ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।কমপ্লেক্সে গ্যাস ছড়িয়ে পড়লে ছাত্রীদের বিশৃঙ্খলা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

hire

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা। দমকল কর্মীরা জানিয়েছেন যে দ্রুত গ্যাস ছড়িয়ে যাওয়ার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট ক্রমশ বাড়তে থাকে। একজন নার্সিং ছাত্রী বলেন, " গতকাল থেকে সিলিন্ডারের সমস্যা হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হঠাৎ করেই আজ সবাই অসুস্থ হয়ে পড়েছে। সবাই পরিস্থিতি সম্পর্কে জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। "

hiring.jpg