দুটি ট্রেনের দশটির বেশি বগি লাইনচ্যুত! ঘটতে পারত বড় কিছু

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-09 at 8.32.36 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড: দুটি ট্রেনের দশটির বেশি বগি লাইনচ্যুত ঝাড়খণ্ডের চ্যান্ডিল স্টেশন এলাকায়। ট্রেন চলাচল বন্ধ চান্ডিল আদ্রা ও চান্ডিল মুরি শাখায়। ঘটনাস্থলে যায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। 

জানা গেছে শনিবার ভোর নাগাদ লোহা বোঝাই মালগাড়ি চান্ডিল স্টেশন পার হতে আচমকাই ডাউন লাইনে লাইনচ্যুত হয় মালগাড়ি। দ্রুতগতির কয়েকটি বগি ধাক্কা খায় অপরদিক থেকে আসা আরেকটি মাল গাড়ির সঙ্গে। ফলে দ্বিতীয় ট্রেনেরও বগি ছিটকে যায় রেল লাইনে। তবে হতাহতের তেমন কোনও খবর নেই। ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে অনেকটাই সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়দের মতে  যাত্রীবাহী ট্রেন থাকলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত।

WhatsApp Image 2025-08-09 at 8.32.37 PM