সংসারের নিত্য সঙ্গী অভাব, দেবীমূর্তি বানিয়েই চলে জীবিকা

সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, বিহার, ত্রিপুরা, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয় দুর্গোৎসব।

author-image
Adrita
New Update
দ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজো কবে আসবে সেই অপেক্ষায় বসে থাকেন২৮ বছর বয়সী সুমিত্রা বেহেরা। ভুবনেশ্বরে দুর্গাপজোর সময় তার বাবাকে প্রতিমা তৈরিতে সহায়তা করে থাকেন সুমিত্রা। এভাবেই তাদের নিত্য সঙ্গী অভাবের সংসারের দিন গুজরান হয়। বছরের এই সময়টা তাদের জীবনে একটু সুখ নিয়ে আসে। 

hiring.jpg

সুমিত্রা বেহেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "...আমরা বাবা ও মা সহ আমার পরিবারে সাত বোন এবং নয়জন সদস্য। আমার বোনদের বিয়ে হয়েছিল এবং আমিই আমার বাবাকে সমর্থন করতে এবং তার কাজকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। আমি ক্লাসের পরে আমার পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। VII এবং তাকে সাহায্য করার জন্য আমার বাবার সাথে যোগ দিয়েছিল..."

hiring 2.jpeg