Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/oD7tXJH5iS8KSdy5wW98.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের বিদ্রোহী হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় আবার বিতর্ক উস্কে দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী।
/anm-bengali/media/post_attachments/b20e54f99b6f9ebf05dca44d04fde596e3b92725a88203525a7a66dc8e4dd5a2.jpg?size=948:533)
মনোরঞ্জন ব্যাপারী দাবি করেছেন যে কাল বকুলতলায় জনগর্জন সভায় তিনি বক্তব্য রাখার পরে রচনা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতেন। তৃণমূল নেতা বক্তব্য রাখার সময়ে তাকে হঠাৎ করে বলা হয় সংক্ষেপে বক্তব্য রাখতে। তিনি সিএএ নিয়ে বক্তব্য রাখছিলেন। এতেই ক্ষুব্ধ হয়ে যান এবং সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছেন যে এই বক্তব্য রাখলে হয়তো তৃণমূলের মধ্যে থাকা বিজেপির দালালরা আর ভোট পাবে না। তবে তিনি আবার ওই একই জায়গায় একা মিটিং করে পুরোটা বলবেন বলে দাবি করলেন। ঠিক এই পোস্টেই কমেন্ট বক্সে অনেকে পরামর্শ দিয়েছেন যে তাহলে তিনি পদত্যাগ করে দিন।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/01/Manoranjan-Byapari.jpg)
/anm-bengali/media/post_attachments/02de4b87800afc98c668e54a36eff37fa1371b2d94f1e6b39e6c8891d65912e1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us