নওগাম বিস্ফোরণ: আহতদের পাশে উপ রাজ্যপাল ! আহতদের দেখতে হাসপাতালে গিয়েই দিলেন তদন্তের নির্দেশ

কি নির্দেশ দিলেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
manoj sinha

নিজস্ব সংবাদদাতা : শ্রীনগর শহরতলির নওগাম পুলিশ স্টেশন চত্বরে গতকাল শুক্রবার গভীর রাতে (রাত ১১টা ২০ মিনিট নাগাদ) এক ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনার পর আজ সকালে আহতদের দেখতে নওগামের উজালা হসপিটাল ও এসএমএইচএস হসপিটালে যান উপ রাজ্যপাল (এলজি) মনোজ সিনহা।

srinagar blast

আজ উপ রাজ্যপাল আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। তিনি এই দুর্ভাগ্যজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।