শ্রীনগরে 'জশন-এ-ডাল' অনুষ্ঠানে যোগ দিলেন উপ রাজ্যপাল মনোজ সিনহা !

কি বললেন মনোজ সিনহা ?

author-image
Debjit Biswas
New Update
 LG Manoj Sinha

নিজস্ব সংবাদদাতা : আজ শ্রীনগরের এসকেআইসিসি (SKICC)-র 'জশন-এ-ডাল'-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা। এই অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন, "জশন-এ-ডাল আয়োজন করার জন্য আমি সমস্ত দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত যে এই ইভেন্টটি উদীয়মান খেলোয়াড়দের নতুন শক্তি এবং অনুপ্রেরণা জুগিয়ে তুলবে।"

LG Manoj Sinha