BREAKING: অঘোষিত স্বৈরতন্ত্রের এক কালো অধ্যায় ! জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে গর্জে উঠলেন মনজিন্দর সিং সিরসা

কি বললেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা ?

author-image
Debjit Biswas
New Update
manjinder singh sirsaqq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে,ফের একবার কংগ্রেসকে নিশানা করে গর্জে উঠলেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। তিনি বলেন,''একজন প্রধানমন্ত্রী ঠিক কী ধরনের মানসিকতা পোষণ করলে এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যান ? কেউ যত বড়ই স্বৈরাচারী হোন না কেন, কীভাবে এমন একটি পরিস্থিতি কল্পনাও করতে পারেন তিনি ?''

manjinder singh sirsaqq2.jpg

এরপর তিনি আরও বলেন,''কংগ্রেসের সবচেয়ে বড় ভুল হলো এই যে,তারা কোনও দিন নিজেদের পাপের জন্য কোনও অনুশোচনা করে না। সেই কারণেই, ৫০ বছর পরেও আমাদের এই দিনটিকে মনে রাখতে হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন ভুল আর না করে।”